নারায়ণগঞ্জের ফতুল্লার একটি ময়লার স্তুপ থেকে গাজীপুর সিটি করপোরেশন এলাকার প্রায় ১০ হাজার জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) এবং নির্বাচনী কর্মকর্তাদের সিলসহ গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় এসব সামগ্রী উদ্ধার হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা রাকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী নাজমুল হাসান বাবু জানান, সন্ধ্যার দিকে একটি সাদা মাইক্রোবাস এসে কয়েকটি বস্তা ময়লার স্তুপে ফেলে যায়। সন্দেহজনক মনে হলে স্থানীয়রা বস্তা খুলে জাতীয় পরিচয়পত্র দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জেলা নির্বাচন অফিসকে অবহিত করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা রাকিবুজ্জামান জানান, উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্রগুলো গাজীপুর সদর এলাকার। এগুলো পুরোনো এবং পরিত্যক্ত, তবে স্মার্টকার্ড নয়। তিনি বলেন, “জাতীয় পরিচয়পত্র যেখানেই থাকুক না কেন, ময়লার স্তূপে পড়া অস্বাভাবিক। কীভাবে গাজীপুরের এসব কার্ড নারায়ণগঞ্জে এলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।” বর্তমানে উদ্ধার হওয়া সব এনআইডি কার্ড ও সামগ্রী নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশনের অফিসে সংরক্ষণ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে প্রায় ১০ হাজার এনআইডি কার্ড ও নির্বাচনী কর্মকর্তাদের সিল উদ্ধার করা হয়। কে বা কারা এগুলো এখানে ফেলে গেছে তা শনাক্তে চেষ্টা চলছে।” এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, “আমি এখন একটি জরুরি মিটিংয়ে আছি। বিষয়টি খতিয়ে দেখে পরে বিস্তারিত জানানো হবে।”

ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, সাধারণত পুরোনো কার্ডগুলো ঠিকাদারের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে সরানো হয়। তবে কীভাবে এগুলো ময়লার স্তূপে পড়লো, তা তদন্তসাপেক্ষ।