আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করতে চারটি সাংবাদিক সংগঠনকে একত্রিত করে নতুন প্রেসক্লাব কমিটি গঠন করা হয়েছে। এর ফলে এলাকায় সাংবাদিকতার মানোন্নয়ন এবং পেশাগত সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে আগৈলঝাড়া প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি এবং উপজেলা রিপোর্টার্স ইউনিটিকে একত্রিত হয়ে ঘোষণা করে ঐক্যবদ্ধ আগৈলঝাড়া প্রেসক্লাবের ২০২৬ সালের কমিটি গঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মো. মাহাবুবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এসএম ওমর আলী সানি।
কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন: সহ-সভাপতি মো. মাসুম হাওলাদার ও মো. সাইফুল মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মৃদুল দাস, তথ্য ও প্রচার সম্পাদক মো. তাসদিত হায়দার সাজিদ, দপ্তর সম্পাদক পলাশ দত্ত এবং নির্বাহী সদস্য সরদার হারুন রানা, কেএম আজাদ রহমান ও সৈকত বাড়ৈ।
এছাড়া সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন: মো. সাইফুল ইসলাম, মো. শামীমুল ইসলাম, অপূর্ব লাল সরকার, মো. মনিরুজ্জামান, রিপন বিশ্বাস, বরুন বাড়ৈ, স্বপন দাস, আহাদ তালুকদার, সাকিব খান, মো. জহিরুল ইসলাম, মাহমুদ হোসেন মোল্লা, মো. আকতারুজ্জামান, মো. শহিদুল ইসলাম বেপারী, মলয় বিশ্বাস, আমীর হামজা, বিকাশ চন্দ্র রায়, বিপ্লব গাইন ও মো. ইদ্রিস খান।
স্থানীয় সূত্র জানায়, এই ঐক্যবদ্ধ কমিটি গঠনের মাধ্যমে আগৈলঝাড়া এলাকায় সাংবাদিকদের মধ্যে বিভেদ দূর হয়েছে। নতুন কমিটি স্থানীয় সমস্যা নিয়ে আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সদস্যরা।
উল্লেখ্য, এর আগে চারটি সংগঠন পৃথকভাবে কার্যক্রম চালিয়ে আসছিল। এই একীভূতকরণ সাংবাদিকতার পেশাগত উন্নয়নে মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।