গাজীপুরের কালিয়াকৈরের তুরাগ নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবিতে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে অঙ্কিতার লাশ উদ্ধারের পর এবার অপর শিশু তন্ময়ের লাশও উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকালে কালিয়াকৈরের বরইবাড়ি এলাকার তুরাগ নদীর শাখা খালে ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত তন্ময় দাস (৯) কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার তাপস মনি দাসের ছেলে। এর আগে শুক্রবার সকালে একই দুর্ঘটনায় নিখোঁজ হওয়া প্রভাস মনি দাসের মেয়ে অঙ্কিতা রানী (৩)-এর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার (২ অক্টোবর)বিকেলে চাপাইর ব্রীজ এলাকায় প্রতিমা বিসর্জনের সময় ছোট একটি ইঞ্জিনচালিত নৌকা বড় নৌকার সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। নৌকায় থাকা অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠলেও অঙ্কিতা ও তন্ময় পানিতে নিখোঁজ হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “শনিবার সকালে স্থানীয়রা বরইবাড়ি এলাকার তুরাগ নদীর শাখা খালে লাশ ভেসে উঠতে দেখে আমাদের খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তন্ময়ের লাশ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আনন্দঘন বিজয়া দশমীর উৎসব অঙ্কিতা ও তন্ময়ের পরিবারের জন্য রূপ নিয়েছে চির অপ্রস্তুত এক ট্র্যাজেডিতে।