চকরিয়া সংবাদদাতা: চকরিয়ার মানিকপুরে প্রশাসনের প্রশ্নবিদ্ধ অভিযানে পরিবেশবন্ধব (ঝিকঝাক) লাকিড়বিহীন কয়লা নিয়ন্ত্রিত তিনটি ব্রিকফিল্ড কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছে সহ¯্রাধিক মালিক-শ্রমিক ও সংশ্লিষ্ট জনগোষ্ঠী। অভিযানের পর থেকে উপার্জনক্ষম ব্যক্তি কর্মহীন হয়ে পড়ায় তাদের পরিবার পরিজন অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন। এতে কর্মসংস্থান হারানো শ্রমিকরা বিভিন্ন অপরাধ কর্মকা-ে জড়িয়ে পড়তে পারে বলে শংকা প্রকাশ করেছেন সচেতন মহল। গত কয়েকদিন ধরে খেয়ে না খেয়ে কর্মহীন মানুষগুলো কর্মসংস্থানে ফিরতে আন্দোলনে নেমেছে। এমনকি শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে অব্যাহত অবস্থানে আত্মাহুতি দেয়ার হুমকিও দিয়েছে শ্রমিকরা। একইভাবে পূঁজি হারিয়ে দেউলিয়া হয়ে পড়েছে মালিকপক্ষ। গতকাল মঙ্গলবার (১৮নভেম্বর) ইটভাটা মালিক-শ্রমিক যৌথ উদ্যোগে তৃতীয়দিনের মতো কঠোর আত্মাহুতির অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে মানিকপুর-ফাইতংস্থ মালিকপক্ষসহ কয়েক হাজার ইটভাটা শ্রমিক ও স্থানীয় জনতা।
তাদের একটাই দাবি, মহামান্য হাইকোর্টে ইটভাটা সংক্রান্ত রিট শুনানির কার্য তালিকায় থাকা অবস্থায় (যার রিট নাম্বার ১৩১৯১/২২ ও ৯৬০৬/২২) মামলায় রুল জারি থাকার পরেও কেন এই উচ্ছেদ অভিযান? বলে প্রশ্ন ছোড়ে দেন উর্ধ্বতন প্রশাসনের কাছে। ভুক্তভোগিরা মহামান্য হাইকোর্টের ২০২২সালের আদেশের অনুবলে বিকল্প পরিবেশ সম্মত ইটভাটার জায়গা সরকার কর্তৃক নির্ধারিত না হওয়া পর্যন্ত বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ উচ্ছেদ অভিযান বন্ধের আহবান জানান।