কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : শেষ মুহূর্তে এসে জমে উঠেছে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট। প্রতিদিন দুপুর হলেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কৃষকদের ভিড়ে মুখর হয়ে উঠে বাজারটি। প্রায় হাফ কিলোমিটার সড়ক বসা এই হাটে চলছে পেঁয়াজের চারার ব্যাপক বেচাকেনা।

বর্তমানে বাজারে পেঁয়াজের চারা দানা প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে মৌসুমের শুরুতে প্রতি কেজি দানার মূল্য ছিল ৭০ থেকে ৭৫ টাকা। দাম কিছুটা কমলেও রোপণের শেষ সময় হওয়ায় অনেক কৃষক বাধ্য হয়েই চারা কিনছেন।

চৌরঙ্গী বাজারে চারা কিনতে আসা এক কৃষক আব্দুল কাদের বলেন, সময় প্রায় শেষ। এখন চারা না কিনলে জমিতে লাগানো সম্ভব হবে না। তাই দাম যাই হোক, কিনতেই হচ্ছে।

আরেক কৃষক রফিকুল ইসলাম জানান, আগে দাম বেশি ছিল। এখন কিছুটা কমেছে, তবে শেষ সময়ে এসে ভালো চারা পাওয়া গেলেই আমরা সন্তুষ্ট। বাজার কমিটির সভাপতি মতিউর রহমান বলেন, কুমারখালীর চৌরঙ্গী বাজারে প্রতিদিন প্রায় লক্ষাধিক টাকার পেঁয়াজের চারা বেচাকেনা হয়। উপজেলার পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও কৃষকরা এখানে চারা কিনতে আসেন। প্রায় হাফ কিলোমিটার সড়ক জুড়ে এই হাট বসে।

তিনি আরও বলেন, মৌসুমের শেষ দিকে হওয়ায় বর্তমানে ক্রেতার চাপ বেশি থাকলেও বাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শেষ মুহূর্তের এই ব্যস্ততায় কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট এখন কৃষকদের জন্য এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।