সীতাকুণ্ডে (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের সীতাকুণ্ডে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক মহিলার (৫০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সীতাকুণ্ড-বারতাকিয়া রেলওয়ে সেকশনের ছোটদারোগারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, সীতাকুণ্ড স্টেশন মাস্টার লিখিতভাবে জানান যে রেলওয়ে কিলোমিটার ৪১/৯-৪২/০ এর মধ্যবর্তী স্থানে আপ লাইন সংলগ্ন স্থানে এক নারীর মৃতদেহ পড়ে আছে। খবর পেয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ আশরাফ ছিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যান।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহিলা রেললাইনের উপর অবস্থান করার সময় বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।