গাজীপুর মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার, ইসরাফিল হাওলাদারের নির্দেশনায় জোরদার চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়।

জিএমপির উদ্যোগে নগরীর প্রবেশ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে মোট ১৪টি চেকপোস্ট স্থাপন করা হয়। এসব চেকপোস্টে ৩৯৩টি যানবাহন তল্লাশি করা হয়, যার মধ্যে ৫৬২টি মোটরসাইকেল পরীক্ষা করা হয়। তল্লাশিকালে কাগজপত্র ও বৈধতা যাচাই শেষে ১৮টি মোটরসাইকেল জব্দ করা হয়। পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ১৮ জনকে আটক এবং মোটরসাইকেল সংক্রান্ত মামলায় ৪০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

জয়দেবপুর বাসস্ট্যান্ড, চান্দনা চৌরাস্তা, সালনা, টঙ্গী বাজার ফ্লাইওভারসহ মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে এই চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাফিল হাওলাদার বলেন,'নগরবাসীর নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। অপরাধ দমনে জিএমপি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। নিয়মিত চেকপোস্ট ও টহল কার্যক্রমের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হবে এবং গাজীপুরকে একটি নিরাপদ মহানগর হিসেবে গড়ে তোলা হবে'।

জিএমপি সূত্র জানায়, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং, মাদক ও অন্যান্য অপরাধ প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।