দিনাজপুর অফিস: দিনাজপুরের ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুই হোটেলে শ্রমিক নিহত হয়েছেন। শনিবার ভোর রাতে ফুলবাড়ী পৌরসভার সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বিরামপুর উপজেলার কুর্শাখালি গ্রামের নজমুল হকের ছেলে মোটরসাইকেল চালক তোজাম্মেল হক (৩৬) ও ফুলবাড়ী উপজেলার চক্শাহাবাজপুরের লুৎফুর রহমানের ছেলে মোটরসাইকেল আরোহী সোহাগ (২৬)। তারা দু’জনই উপজেলার ঢাকা মোড়ের মজনু হোটেলের কর্মচারী। জানা যায়, হোটেলে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তোজাম্মেল হক ও সোহাগ। পথে পৌরসভার সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তোজাম্মেল হক নিহত হন। আহত অবস্থায় সোহাগকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনের লাশ উদ্ধার করা হয়। গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। অভিযোগ না থাকায় শনিবার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।