আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনের মনোনয়ন যাচাই-বাছাই অংশ নিয়ে ১৫ প্রার্থীর কারও মনোনয়নপত্র বৈধ বিবেচিত হয়নি। এর মধ্যে সাতজনের মনোনয়নপত্র বাতিল, ছয়জনের স্থগিত এবং দুজনের প্রার্থিতা আলোচনায় রয়েছে।
আজ রোববার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ের সময় প্রার্থীরা উপস্থিত ছিলেন।
যাচাই-বাছাইয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান মোল্লার নেতৃত্বে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেন, রামানন্দ পাল, মিন্টু বিশ্বাস, জেলা নির্বাচন কর্মকর্তা, আয়কর বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা।
এছাড়া সংশ্লিষ্ট আসনের প্রার্থী বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম, জামায়াতের ইলিয়াস মোল্লা, জাতীয় পার্টির শাহ মোহাম্মদ আবু জাফরসহ অন্য প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
যাচাই-বাছাইয়ে কাগজপত্রে ছয়জন স্বতন্ত্র প্রার্থীর ভোটারের এক পারসেন্টের গরমিল, একজন প্রার্থীর হলফনামায় সমস্যা, বিএনপি, জামায়াত প্রার্থীসহ ছয়জনের স্থগিত ও দুজনের প্রার্থিতা আলোচনায় রাখা হয়েছে। এর মধ্যে স্থগিত হওয়া প্রার্থীদের আজ বিকাল ৪টার মধ্যে কাগজপত্র রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। আর এসব কাগজপত্র জমা দিলে তাদের প্রার্থিতা বহাল হবে বলে জানানো হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছে।