বাগমারা (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর বাগমারার গোপালপুর ইসলামিয়া আলিম মাদরাসার জমি জবর দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে মানববন্ধন করেছেন মাদরাসার শিক্ষক শিক্ষার্থীসহ এলাকাবাসী। সম্প্রতি গোপালপুর-বালানগর পাকা সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে মাদরাসার মাঠ দখল করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনোদনের জায়গা বিনষ্ট ও পরিবেশ নষ্ট করে প্রতিপক্ষ কয়েক বার জমি দখল করতে চেষ্টা করে ব্যর্থ হয়। এবারে পাঠাগার নির্মাণের নামে রাতের অন্ধকারে জমি দখল করতে পুনরায় চেষ্টা করছে বলে দাবি করা হয়েছে।
এদিকে মানব বন্ধনের পর বিকালে জমির মালিকানা দাবি করে গোপালপুর গ্রামের জামাই মাওঃ জিল্লুর রহমান বিকালে বাগমারা প্রেস ক্লাবে সংবাদ সন্মেলন করেছেন। তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে ওই জমি তার শ^শুর একই গ্রামের শরীফ উদ্দিন মন্ডলের দাবি করেন। এবং জমিটি তার স্ত্রী শামীমা ওয়ারিস সূত্রে মালিক বলে সংবাদ সন্মেলনে দাবি করেন।
জানা গেছে, ১৯৫৪ সালে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের স্থানীয় লোকজন ইসলাম শিক্ষার জন্য একটি মাদরাসার স্থাপন করেন। তৎকালীন সময়ে এলাকার লোকজন মাদরাসা স্থাপনের জন্য জমি দান করেন। তখন থেকেই মাদরাসাটি সুন্দর ও সুষ্ঠ ভাবে পরিচালিত হয়ে আসছে। গোপালপুর জেএল নং ৪২৪, আরএস খতিয়ান নং ১৫৩, দাগ নং ৩২৩, রকম ছাড়াবাড়ি, পরিমান ৩২ শতাংশ। উক্ত জমির চারজন মালিকের মধ্যে তিনজন অত্র মাদরাসার জন্য ২৬ শতাংশ জমি দান করেন। বাঁকী ৬ শতাংশ জমি ভবানীগঞ্জ ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ জিল্লুর রহমান ভাগবাটোয়ারার মাধ্যমে ভোগদখল করেন।