লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে ২ দিনব্যাপী রবীন্দ্রসংগীত প্রশিক্ষণ কর্মশালা। সম্প্রতি জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে সদর উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালার উদ্বোধন হয়।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে আলোচনা সভা ও সনদ বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভি দাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম ভূঞা তপন। এছাড়াও উপস্থিত ছিলেন—জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন, জেলা রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের উপদেষ্টা আব্দুর রব শামীম, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, কর্মশালার আহ্বায়ক মাহতাব উদ্দিন আরজু এবং সদস্য সচিব আবদুল হান্নান সাগর প্রমুখ।