গ্রাম-গঞ্জ-শহর
মোমেনকে প্রার্থী ঘোষণায় সাঁথিয়ায় আনন্দ মিছিল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গত বুধবার (১২ মার্চ) সাঁথিয়া উপজেলা জামায়াত অফিস মিলনায়তনে পাবনা জেলা জামায়াতের উদ্যোগ আয়োজিত সাথিয়া ও বেড়া ও উপজেলার
Printed Edition

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গত বুধবার (১২ মার্চ) সাঁথিয়া উপজেলা জামায়াত অফিস মিলনায়তনে পাবনা জেলা জামায়াতের উদ্যোগ আয়োজিত সাথিয়া ও বেড়া ও উপজেলার সকল পর্যায়ের দায়িত্বশীলদের এক বিশেষ সভায় আগামীতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮ পাবনা -১ আসন (সাঁথিয়া-বেড়া আংশিক) আসনের জাতীয় সংসদ সদস্য সম্ভাব্য প্রার্থী হিসেবে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর দ্বিতীয় পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে মনোনীত ঘোষণা করায় সাঁথিয়ায় তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল বের হয়। পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের বগুড়া অঞ্চলের অন্যতম সদস্য মাওলানা আব্দুর রহিম, অধ্যাপক নজরুল ইসলাম, জেলা নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, প্রিন্সিপাল ইকবাল হুসাইন, এসিস্ট্যান্ট সেক্রেটারি আবু সালেহ মোঃ আব্দুল্লাহ, এস এম ফয়সাল, সাথিয়া উপজেলা আমির মাওলানা মোখলেছুর রহমান, বেড়া উপজেলা আমির মাওলানা আতাউর রহমান সহ দুই উপজেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ। প্রার্থী নাম ঘোষণার পরে মাওলানা রফিকুল ইসলামের নেতৃত্বে উপস্থিত নেতৃবৃন্দ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, বগুড়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুর রহিম, অধ্যাপক নজরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান উপজেলা জামাতের আমির মাওলানা মোখলেছুর রহমান বেড়া উপজেলা মাওলানা আতাউর রহমান রহমান, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ এর মেজো ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সহ পাবনা জেলা ও সাঁথিয়া-বেড়ার নেতৃবৃন্দ।