মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় অবৈধ ইটভাটার মালিককে জরিমানা ও ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। উপজেলার কামতা ও ভাসিয়ালি কান্দাপাড়া এলাকায় মেসার্স ফৌজিয়া ব্রিকস ও যমুনা ব্রিকস ইটের ভাটা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালনা হয়ে আসছিলো। মঙ্গলবার ২০ মে বিকেলে মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তর, সাটুরিয়া উপজেলা প্রশাসন, এর যৌথ উদ্যোগে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। অভিযানে ২টি ইটভাটার মালিক কে ৩ লক্ষ টাকা জরিমানা সহ ইট ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করে।
টুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়া সহ কৃষি জমি ইটভাটার কাজে ব্যবহৃত হয়ে আসছিল। যার ফলে দুইটি ইটভাটার মালিক কে ৩ লক্ষ টাকা জরিমানা, ভাটার সরঞ্জাম ধ্বংস, বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করা হয় এবং ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। যেকোন অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে।