শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে ঘন শালবনের ভেতর থেকে পরিচয় অজানা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় আয়না শাহ্ মাজারের পাশের শালবন থেকে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশের কাছে খবর দেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, শালবনের ভেতরে লাশটি পড়ে থাকতে দেখে তারা ইউপি সদস্য মোহাম্মদ আলী শেখকে জানান। পরবর্তীতে তিনি শ্রীপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক এবং কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির বয়স প্রায় ৫৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে তার নাম হরিধন শোনা গেলেও এখনো আনুষ্ঠানিকভাবে পরিচয় নিশ্চিত হয়নি। ইউপি সদস্য মোহাম্মদ আলী শেখ জানান,“বন থেকে লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনাস্থল থেকে দায়িত্বরত এসআই আকরাম হোসেন জানান, মরদেহের পাশে কয়েকটি বোতল পাওয়া গেছে। মৃত্যুর কারণ নির্ণয়ে তদন্ত চলছে।