নরসিংদী সদর উপজেলার দুর্গম চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নের বকশালিপুর গ্রামে গভীর রাতে দুর্বৃত্তরা যুবদল নেতার দুইটি বসতঘর ও একটি গোয়ালঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনার সাথে জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে নরসিংদী সদর থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত অনুমান ২ টার দিকে একটি সংঘবদ্ধ দুষ্কৃতকারীদল স্থানীয় যুবদল নেতা কামাল মিয়ার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটায়। আগুন লাগার সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ধোঁয়া ও আগুনের তাপে তারা জেগে উঠে প্রাণে বাঁচলেও ঘর ও মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। ঘটনায় কামাল মিয়ার দুইটি বসতঘর, একটি গোয়ালঘর এবং ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা, গবাদিপশু ও ফসল সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানা গেছে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন।