পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারসহ অসদুপায় অবলম্বনের অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি পৃথক মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) পলাশবাড়ী থানা পুলিশ গ্রেপ্তারদের আদালতে হাজির করলে বিচারক তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে জালিয়াতি চক্রের সঙ্গে সংশ্লিষ্টতা যাচাইয়ে গ্রেপ্তারদের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।
এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে পলাশবাড়ী উপজেলার তিনটি পৃথক পরীক্ষা কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়। পরীক্ষা চলাকালে সন্দেহজনক আচরণ লক্ষ্য করে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তল্লাশি চালিয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেন। পরে পুলিশে খবর দিলে তাঁদের গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
গ্রেপ্তার হওয়া ১২ জনের মধ্যে ৯ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন— পলাশবাড়ী উপজেলার রোমেনা আক্তার, আল ইমরান ও সুমন রানা; ফুলছড়ি উপজেলার আবু সুফিয়ান; গাইবান্ধা সদর উপজেলার ফারজানা ববি, মোনালিসা আক্তার ও শারমিন আক্তার; সাদুল্লাপুর উপজেলার সুজন মিয়া এবং সাঘাটা উপজেলার রায়হান মিয়া।
পলাশবাড়ী থানার ইন্সপেক্টর (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তারদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।