জামালপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জামালপুর -০১ (দেওয়ানগঞ্জ -বকশীগঞ্জ) সংসদীয় আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদী বলেছেন ২৪ এর জুলাই অভ্যুত্থানে অসংখ্য ছাত্র জনতার জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষ অতীতের মত যেন তেন মার্কার প্রহসনের আর কোন নির্বাচন হতে দিতে চায়না। তারা চায় একটি গুনগত পরিবর্তন এবং বিশ্বাস ও গ্রহণ যোগ্য নির্বাচন যার মাধ্যমে জনগণের দ্বারা জনগণের আস্থাভাজন সরকার গঠিত হবে, তবে এক দুর্নীতিবাজকে হটিয়ে আরেক চাঁদাবাজ, দখলবাজকে রাষ্ট্র ক্ষমতায় বসতে দেয়া হবেনা এটিই জনগণের প্রত্যাশা । তিনি গত ১৮ অক্টোবর শনিবার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নে গণসংযোগ করেন। এ সময় দত্তেরচর বৌবাজার, কানার মোড়,পলাশতলা সকাল বাজার, পুর্ব বাট্টাজোর ও নালার মোড়ে অনুষ্ঠিত পথসভায় তিনি এ সব কথা বলেন। ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবুসাঈদ সিরাজের সভাপতিত্বে এ সব পথ সভায় অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের অন্যতম নেতা অধ্যাপক ছামিউল হক, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা জিয়াউল হক জিয়া, বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম, আবু মুছা লাবলু, যুব নেতা নাফিছ নুর বিল্লাহ নাহিদ প্রমুখ বক্তৃতা করেন। নাজমুল হক সাঈদী দেশ ও গনতন্ত্রের স্বার্থে, পি,আর পদ্ধতিতে নির্বাচন সহ জামায়াতের ঘোষিত ৫ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান।
গ্রাম-গঞ্জ-শহর
অতীতের যেনতেন মার্কা প্রহসনের নির্বাচন জাতি আর চায় না ----নাজমুল হক সাঈদী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জামালপুর -০১ (দেওয়ানগঞ্জ -বকশীগঞ্জ) সংসদীয়
Printed Edition