নরসিংদীতে অপহরণের শিকার এক কলেজ ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরনকারী চক্রের ৩ জনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৩০ মে) রাতে শিবপুর উপজেলার খড়িয়া এলাকা থেকে উদ্ধার এবং আসামীদের গ্রেপ্তার করা হয়। অপহরণের শিকার সাইফুল ইসলাম(২৬) রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকার বাইতুল মুকাদ্দাসের ছেলে। গ্রেপ্তারকৃতরা হলো, পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বাড়ারচর এলাকার মনিরুজ্জামানের ছেলে ইফতিয়ার (২০), চরনগরদি এলাকার ফারুক মিয়ার ছেলে সিজান (১৯) এবং শিবপুর উপজেলার খড়িয়া এলাকার মৃত মান্নান প্রধানের ছেলে নাঈস (১৬)। এসময় তাদের কাছ থেকে ১টি ছুড়ি ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। শনিবার(৩১মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় শিবপুর থানা পুলিশ। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ফেসবুকে টিউশনির বিজ্ঞাপন দিয়ে অপহরণ করে আসছিলো একটি চক্র। প্রথমে চক্রটি বিভিন্ন পেইজের মাধ্যমে টিচার প্রয়োজন এরূপ বিজ্ঞাপণ দিতো। বিজ্ঞাপন দেখে কেউ আগ্রহ প্রকাশ করলে তাকে ইনবক্সের মাধ্যমে কোথায় আসতে হবে তা জানিয়ে দেওয়া হতো। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে এলএলবি প্রথম বর্ষের ছাত্র সাইফুল ইসলামকে টিউশনির কথা বলে শিবপুরের বন্যার বাজার এলাকায় আসতে বলে চক্রটি। পরে সেখান থেকে চক্রটির সদস্য ইফতিয়ার, সিজার ও নাঈম তিনজন মিলে তাকে শিবপুরের গোবিন্দি ও খড়িয়ার মধ্যবর্তী নির্জন খাল পাড় নিয়ে আটকে রেখে মারধর করে এবং তার কাছ থেকে টাকা পয়সা কেরে নেয়। একপর্যায়ে সাইফুলের ব্যবহৃত মোবাইল দিয়ে তার বাবা ভাইয়ের নিকট ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। পরে সাইফুলের বাবা ৯৯৯ এ ফোন দিয়ে বিস্তারিত যানান। এরপর শিবপুর থানা পুলিশ বিষয়টি অবগত হলে সাইফুলকে উদ্ধারে নামে পুলিশ। স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলা খড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সাইফুলকে উদ্ধার করাসহ অপহরণকারী ৩ জনকে অটক করে পুলিশ। এসময় আসামীদের কাছ থেকে ১টি ছুড়ি ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সাইফুলের মা বাদি হয়ে শিবপুর থানায় একটি মামলা দায়ের করেছে।
গ্রাম-গঞ্জ-শহর
নরসিংদীতে অপহরণের শিকার কলেজ ছাত্র উদ্ধার ॥ তিন অপহরণকারী গ্রেপ্তার
নরসিংদীতে অপহরণের শিকার এক কলেজ ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরনকারী চক্রের ৩ জনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৩০ মে) রাতে শিবপুর উপজেলার খড়িয়া এলাকা থেকে উদ্ধার এবং আসামীদের গ্রেপ্তার করা হয়।
Printed Edition
