শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলার গোকর্ণ গ্রামের বিএনপি কর্মী কৃষক মোঃ জুল হোসেনের এক একর জমির পাকা ধান দুর্বৃত্তরা জোর করে কেটে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কৃষক জুল হোসেন পুলিশে অভিযোগ করলেও কোন সুরাহা হয়নি। কৃষক জুল হোসেন শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। অভিযোগে বিএনপি কর্মী কৃষক মোঃ জুল হোসেন জানান, তিনি ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের গৌরসুটি মৌজায় কবলা মূলে ২০২২ ও ২০৩৯ দাগে এক একর জমি ক্রয় করে চাষ-আবাদ করেন। মোঃ জুল হোসেন এ বছর তার জমিতে ইরি ধান রোপণের জন্য জমিও তৈরি করেন। জমি তৈরির পর ধান রোপণের জন্য তিনি তার জমিতে গিয়ে দেখেন কে বা কারা তার জমিতে ধান লাগিয়েছে। পরে জানতে পারেন পূর্ব শত্রুতার জের ধরে শার্শা উপজেলার পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের গৌরসুটি গ্রামের মৃত হানিফ আলীর ছেলেরা তার জমিতে জোর করে ধান লাগিয়েছে। এখন ঐ জমির ধান তারা কাটা শুরু করেছে। জুল হোসেন অভিযোগে উল্লেখ করেন তার জমিতে পাকা ধান কাটা ও জোর করে জমি দখলের জন্য গৌরসুটি গ্রামের মৃত হানিফ আলীর ছেলে মোঃ মানিক(৪৫), তার সহোদর মোঃ আনিছুর রহমান(৩৫), মোঃ জুয়েল রানা(৩২), মোঃ আব্দুল্লাহ(৪২) ও মোঃ মোতালেব হোসেন (৩৮) এর বিরুদ্ধে জমি দখল ও ধান কাটার ঘটনায় গত ১৭ এপ্রিল ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
গ্রাম-গঞ্জ-শহর
জমির পাকা ধান কেটে নেয়ার অভিযোগ
যশোরের শার্শা উপজেলার গোকর্ণ গ্রামের বিএনপি কর্মী কৃষক মোঃ জুল হোসেনের এক একর জমির পাকা ধান দুর্বৃত্তরা জোর করে কেটে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।