গাজীপুরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ককটেল ফাটিয়ে অস্থিরতা সৃষ্টি ও আধিপত্য বিস্তারের ঘটনায় দুই যুবককে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

মহানগরীর টঙ্গী পশ্চিম থানার ওসি, ইস্কান্দর হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকেলে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে দিপু সরকার ও জসিম নামের দুই যুবককে আটক করে।

জানা গেছে, গাজীপুরা এলাকায় স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড কারখানার ঝুট ব্যবসা ও নিয়ন্ত্রণ নিয়ে গত কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় দুষ্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় অস্থিরতা সৃষ্টি করে।

এ ঘটনার পর যৌথ বাহিনীর সদস্যরা রাতভর অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করে।

ওসি, ইস্কান্দর হাবিব জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃতদের শনিবার থানায় হস্তান্তর করা হয়েছে।