সুনামগঞ্জ সীমান্ত থেকে ২কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (৬ র্মাচ) ভোরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জঙ্গলবাড়ি সীমান্ত থেকে বিপুল পরিমান এই অবৈধ ভারতীয় পন্য জব্দ করেছে ২৮ রাইফের ব্যাটালিয়ন চারাগাও বিওপির বিজিবি সদস্যরা। জব্দকৃত পন্যের মধ্যে রয়েছে সানস্কিন ক্রিম, র্শাট, প্যান্ট শাড়ি কাপড়। জব্দকৃত মালামাল সুনামগঞ্জ কাষ্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। ২৮ রাইফের ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, সীমান্তে অভিযান চালিয়ে ২কোটি টাকার ভারতীয় পন্য জব্দ করে করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।