স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান রাজবাড়ি সড়কে অবস্থিত ভাওয়াল রাজ এস্টেটের প্রায় ১০ কোটি টাকা মূল্যের সরকারি জমি ও একটি পুকুর দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের অবৈধ দখলে ছিল। সোমবার গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে পরিচালিত এক বিস্তৃত অভিযানে এসব দখলদারদের উচ্ছেদ করে সরকারি মালিকানায় জমি পুনরুদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালিত হয় জয়দেবপুর মৌজার রানী বিলাসমনি সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশের প্রায় ১.২৮ একর জমি ও সংলগ্ন পুকুরে। গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন খানের নেতৃত্বে সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে একে একে গুঁড়িয়ে দেওয়া হয় অন্তত ৩৫ থেকে ৪০টি অবৈধ স্থাপনা, যার মধ্যে রয়েছে দোকান, মার্কেট, গোডাউন ও অন্যান্য কংক্রিট কাঠামো।
অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ভাওয়াল রাজ এস্টেটের সিনিয়র সহকারী ম্যানেজার, মো. রাউফুল আমিন। তিনি জানান, প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে ওই সরকারি জমি ও পুকুরের চারপাশে দোকানঘর নির্মাণ করে ভাড়া প্রদানসহ নানা অবৈধ কার্যকলাপে যুক্ত ছিল। এমনকি, তারা পুকুরটির একাংশ ভরাট করে জমির ব্যবহারও বদলানোর অপচেষ্টা চালাচ্ছিল।
ভাওয়াল রাজ এস্টেটের কর্মকর্তা রাউফুল আমিন আরও জানান, উদ্ধার হওয়া জমির বর্তমান বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা। এটি ভবিষ্যতে জনস্বার্থে ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ভাওয়াল রাজ এস্টেটের অতিরিক্ত ম্যানেজার, মো. কায়সার খসরু বলেন, “সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের অবস্থান কঠোর ও অটল। অবৈধ দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত জমিতে জনগণের চলাচলের জন্য খোলা জায়গা, হাঁটার পথ (ওয়াকওয়ে), এবং রাস্তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যা নগরবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।