বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার রুকন ও নিমতল ওয়ার্ডের বায়তুলমাল সম্পাদক দেলোয়ার হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বহুতলা কলোনী জামে মসজিদে সকাল ১১ টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, বন্দর থানা আমীর মাহমুদুল আলম, চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম প্রমুখ।
জানাজার নামাজে অংশ নেন বন্দর থানা সেক্রেটারি ইকবাল শরীফ, ২৭নং ওয়ার্ড আমীর মুজিবুর রহমান, সেক্রেটারি হায়দার আলী, ৩ি৭নং ওয়ার্ড আমীর ফিরোজ আহমদ, সেক্রেটারি কামরুল হাসান, ২৭নং কাউন্সিলর প্রার্থী মুজিবুর রহমান, ৩৬নং ওয়ার্ড আমীর জাকির হোসেন, শ্রমিক কল্যান বন্দর থানা সভাপতি মুজাহিদুল ইসলাম আদনানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭:৫২ মিনিটে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজার নামাজের ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম। তাঁর ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী ও সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
শোক বাণীতে নেতৃবৃন্দ মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের কাছে দোয়া করেন এবং মরহুমের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তায়ালা তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।