DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

চৌগাছায় ছেলের হাতে বাবা হত্যার একদিন পর স্বামীর হাতে স্ত্রী খুন

যশোরের চৌগাছায় ছেলের হাতে বাবা হত্যার একদিনের ব্যবধানে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে । ১০ মার্চ সোমবার সকালে তুচ্ছ ঘটনায় স্বামী রাকিব হোসেন সিজার স্ত্রী রেক্সনা খাতুন (৪০) কে বাশেঁর লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উপজেলা সংবাদদাতা
Printed Edition

যশোরের চৌগাছায় ছেলের হাতে বাবা হত্যার একদিনের ব্যবধানে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে । ১০ মার্চ সোমবার সকালে তুচ্ছ ঘটনায় স্বামী রাকিব হোসেন সিজার স্ত্রী রেক্সনা খাতুন (৪০) কে বাশেঁর লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রেক্সনা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে। সানোয়ার হোসেন বর্তমানে স্বপরিবারে মহেশপুর উপজেলার গয়েশপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। অভিযুক্ত স্বামী রাকিব হোসেন উপজেলার নারায়নপুর গ্রামের মৃত আবদার রহমানের ছেলে।

এদিকে গণ ৮ মার্চ শনিবার ভোর রাতে উপজেলার পাতিবিলা গ্রামে ছেলে রোমেন হোসেন বাবা শরিফুল ইসলাম (৪২) কে গাছি দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। নিহত শরিফুল পাতিবিলা গ্রামের আলী বকশোর ছেলে।

নিহত শরিফুল ইসলামের ভাই শফিকুল ইসলাম জানান শরিফুল শনিবার ভোরে সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে ঘরের বাহিরে বের হয়। এসময় ছেলে রোমেন হোসেন (২১) পিতা শরিফুল ইসলাকে ধারাল গাছি ‘দা’ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে শরিফুল ইসলাম ডাক চিৎকার করলে শরিফুলের স্ত্রী হাসিনা বেগমও চিৎকার করতে থাকে। তাদের ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে রোমেন পালিয়ে যায়। পরে আহত শরিফুল ইসলামকে উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান লাশটির সুরাহতল প্রতিবেদন করেছেন। তিনি বলেন, ভোতা কিছু দিয়ে আঘাতের ফলে নিহতের কপালের বাম পাশে গভীর ক্ষত হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সেখান থেকে প্রচুর রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পরই বলা যাবে ঠিক কি কারনে মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।