গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে সেমি পাকা টয়লেটের চাবি ও মালামাল হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অগ্রদূত বাংলাদেশের আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে ২০২৪-২০২৫ অর্থবছরের বিশেষ বরাদ্দ বাবদ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে স্মারক চাবি ও মালামাল হস্তান্তর করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাতেমা বেগম সভাপতি অগ্রদূত বাংলাদেশ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাদুল ইসলাম, সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য অধিদপ্তর, গোমস্তাপুর, বিশেষ অতিথি জাহাঙ্গীর আরিফ প্রামানিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, গোমস্তাপুর।

স্বাগত বক্তব্য রাখেন, ইয়াহিয়া খান রুবেল, নির্বাহী পরিচালক, অগ্রদূত বাংলাদেশ ও সাংবাদিক আবদুল্লাহ আল মামুন নাহিদ।