নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : কলাকোপা নবাবগঞ্জে ইতিহাস ঐতিহ্যের এক অনন্য গ্রাম। নদী আর স্থাপনের সমন্বয় কলাকোপার মূল বৈশিষ্ট। ইতিহাস ঐতিহ্যের এক বিশাল ভান্ডার এই কলাকোপায় জমিদারদের বসতি ছিলো। প্রায় ২০০ বছরের ইতিহাস সমৃদ্ধ কলাকোপা একসময় ব্যবসা বাণিজ্যের তীর্থ স্থান ছিলো। এখানকার প্রাকৃতিক দৃশ্য চোখ জুড়ানো যার প্রাণ ইসামতি।
এখানে দেখার অনেক কিছু আছে একদিকে চোখ জুরানো প্রকৃতি অন্যদিকে পুরান নানান কাহীনি। কোকিলপ্যারি জমিদার বাড়ীর পাশে উকিল বাড়ি এরপর জমিদার ব্রজেন সাহার ব্রোজ নিকেতন যা একখন্ড জজ বাড়ি নামে পরিচিত। ব্যাবসায়ি রাজনাধ সাহার বাড়ী, লোকনাথ সাহার বাড়ি যার খ্যাতি মঠ বাড়ি বা তেলী বাড়ি নামে খ্যত। মধু বাবুর পাইননা বাড়ি, পোদ্দার বাড়ি কালী বাড়ি। ঢাকার খুব কাছে স্থাপত্য ঐতিহ্যের এই কলাকোপা। এখানকার স্থাপনা গুলো নির্মিত হয়েছে গ্রিক আরকিটেকচারের আদলে ডরিক কলামে। এখানে আরো আছে খেলারাম দাতার কুটী, মহামায়া মন্দিরের বাহিরে অনেক মঠ ও পুরানো বিল্ডিং।