মোহাম্মদ নুরুজ্জামান, রংপুর অফিস ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশ এবং জাতির স্বার্থে সকল শান্তিকামী রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি গতকাল রোববার সকালে এবং শনিবার বিকেল ও সন্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে আয়োজিত মহানগর কর্মপরিষদ, মজলিসে শূরা, মহানগর ইউনিট, থানা আমীর ও সেক্রেটারি এবং বিভিন্ন প্রশাসনিক ও সাংগঠনিক থানার পুরুষ ও মহিলা রুকনের পৃথক বাবে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর মহানগরী শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এসময় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রংপুর মহানগর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী ও আল আমীন হাসান, কোতয়ালী থানা আমীর মাওলানা গোলাম কিবরিয়া, পেশাজীবি সাংগঠনিক থানা-২ এর আমীর অধ্যাপক গোলাম মোস্তফা, পরশুরাম থানা আমীর এডভোকেট মাহবুব আলম, মাহিগঞ্জ থানা আমীর মোহাম্মদ মোহসিন অলী, হাজীরহাট থানা আমীর বেলাল হোসেন, তাজহাট থানা আমীর এডভোকেট রবিউল ইসলাম প্রমুখ।

মাওলানা আব্দুল হালিম বলেন,দীর্ঘ জুলুম নির্যাতনের বিনিময়ে এদেশের মানুষ এখন ইসলাম মুখী হয়েছে। আগামীতে সকল ইসলামী শক্তির ভোট ঐক্যবদ্ধভাবে একই বাক্সে হবে ইনশায়াল্লাহ। তিনি বলেন জামায়াত আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রতিদ্বন্ধীতা করার জন্য সকল প্রস্ততি গ্রহন করেছে। তবে সমমনা দলগুলোর সাথে দেশের র্স্বাথে সমঝোতার ভিত্তিতে প্রয়োজনে সর্বোচ্চ ছাড়ের জন্য এটি পরিবর্তন হতে পারে। পলাতক ফ্যাসিবাদ আর কখনও এদেশে ক্ষমতায় প্রতিষ্ঠিত হবেনা। পলাতক পরাজিত ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের র্স্বথে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।