বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা : বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন কর্তৃক প্রাথমিক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির জন্য একদিনের ফাস্ট এইড এন্ড ঈচজ প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার রামপুরা শাখার আয়োজনে আল কাদেরীয়া রেস্টুরেন্ট কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নজরুল ইসলাম রিপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও রাহবার সিটির চেয়ারম্যান মাওলানা কাজী মোঃ জসিম উদ্দিন নূরী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের সিনিয়র শিক্ষক ডাঃ মোঃ রাইসুল ইসলাম আশিক, ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, সাংবাদিক মোহাম্মদ মাসুদ, মোঃ কামাল হোসেন, সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আধলম জাবির, মোঃ মোস্তাফিজুর রহমান, রাহবার সিটির পরিচালক অর্থ কাজী মোঃ তৈয়ব আলী। বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের চিফকোর্স কো-অডিনেটর মোঃ আমিনুল ইসলাম বুলবুল এর সার্বিক তত্ত্বাবধানে ও হাবিবা সামাদ বিমার সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মিজানুর রহমান।