কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চর ভানুডাঙ্গা গ্রামের বন্ধকি চুক্তিনামা জমি বেদখল দিয়ে জমিরশ্রীনি পরিবর্তন করে ঘরবাড়ি নির্মাণের পায়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে কাজিপুর থানায় চর ভানুডাঙ্গা গ্রামের মৃত জামাত আলির পুত্র মোঃ নবীর মন্ডল লিখিত অভিযোগ দায়ের হয়েছে। লিখিত অভিযোগও সরে জমিনে গিয়ে প্রতিবেশী সূত্রে জানা গেছে, ভানুডাঙ্গা মৌজার আর এস(১) খতিয়ান ভুক্ত ৫৯৬ দাগে. ২৪ শতাংশ জমি ভানুডাঙ্গা গ্রামের মৃত জুব্বার আলী খার পুত্র জাবদাল খা গত ২০১৪/১৫ বছরে নিজ নামে লীজ নিয়ে চাষাবাদ করা কালিন আর্থিক সংকটে পড়ে প্রতিবেশী মৃত জামাত আলির পুত্র নবীর হোসেন কে ৩ লক্ষ টাকার বিনিময়ে চুক্তিনামা লিখে দেন। সম্প্রতি জাব্দাল খা মৃত্যুবরণ করলে তার সন্তানদ্বয় নবির হোসেনের টাকা পরিষোদ না করেই ওই জমি একই গ্রামের মৃত নুর ইসলামের পুত্র জহুরুলের নিকট বন্ধকি দেয়। অপরদিকে জহরুল গংরা সরকারি ওই জমি বন্ধকি নেয়ার পর শ্রেণী পরিবর্তন করে জমিতে ঘর নির্মাণ করে। এ বিষয়ে কাজিপুর থানার তদন্তকারী অফিসার এস আই মাহবুব সরকারি জমি শ্রেণী পরিবর্তন করে চাষাবাদ করার কোন বিধান নাই এমনকি লিজ নেয়ার পর বন্ধকি দেওয়ার ও বিধান নাই। বিতর্কিত ওই জমিতে উভয় পক্ষকে প্রবেশে নিষেধ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।