নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোটের কাশিপুর গ্রামে সন্ত্রাসী হামলায় বটতলী ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়ার ছেলে সাবেক ইউনিয়ন ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম তুষার (২৭) ও একই গ্রামের আবু ইউসুফের ছেলে ছাত্রদল নেতা জিসান হোসেন জাবেদ (১৭) গুরুতর আহত হয়েছে। হামলায় অভিযুক্তরা হলেন ছোট কাশিপুর গ্রামের মোখছেদুর রহমানের ছেলে যুবলীগ নেতা আব্দুল মোতালেব (৪২), তার ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাকিব হোসেন সুজন (২৫), সুজনের মামা পার্শ্ববর্তী মান্নারা গ্রামের ইসহাকের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।

শনিবার সকালে যুবলীগ নেতা আব্দুল মোতালেবকে গ্রামবাসী এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে গেলে ধারালো অস্ত্র হাতে তিনি গ্রামবাসীর উপর চড়াও হন, এসময় গ্রামবাসী তাকে ধারালো অস্ত্র সহ আটক করে বলে জানান ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, সমাজপতি মাহবুবুল হক ও সিরাজুল ইসলাম। এ ব্যাপারে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশের উপপরিদর্শক ওবায়দুল হক সঙ্গীও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয়রা মোতালেবকে পুলিশে সোপর্দ করে।