যশোর সংবাদদাতা : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী থানা শাখার উদ্যোগে সম্প্রতি মোহাম্মদ রাসুলুল্লাহ (সঃ) ফোরকানিয়া মাদরাসা ও এতিমখানা, নতুন খয়েরতলা, যশোরে দুঃস্থ ও এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জামায়াতে ইসলামীর পেশাজীবী থানার সেক্রেটারি আবু ফয়সাল। তিনি তার বক্তব্যে ২৪ জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বলেন,
এই দিন আমাদের মনে করিয়ে দেয় ছাত্ররা কখনও অন্যায়ের কাছে মাথানত করেনি, দুর্নীতির কাছে আপস করেনি, দেশবিরোধী অপশক্তির কাছে মাথা নত করেনি। যে কোনো দুর্যোগ, শোষণ আর বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের ছিল সর্বপ্রথম প্রতিবাদী কণ্ঠ।
আজকের দিনে আমরা স্মরণ করছি সেইসব শহীদ ছাত্রদের, যারা গণঅধিকার আদায়ের সংগ্রামে প্রাণ উৎসর্গ করেছিলেন। আমরা তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। দেশের মানুষের অধিকার আদায়ের জন্য যে গণজাগরণ হয়েছিল, তা এদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। আজকের নতুন প্রজন্মকেও সেই ত্যাগ-তিতিক্ষা থেকে শিক্ষা নিতে হবে। ইসলাম ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় নিজেদের প্রস্তুত করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেশাজীবী থানার অফিস সেক্রেটারি গাউসুল আজম তিনি বলেন, দারিদ্র্যপীড়িত এতিম ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো ইসলামের একটি মহান নির্দেশনা। এ ধরনের কার্যক্রম মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।