নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মুলক প্রচার কার্যক্রম মিডিয়া কর্মীদের অংশ গ্রহনে টাইফয়েড ভেক্সিনেশন বিষয়ক দিন ব্যাপি পরার্শমুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে জেলা তথ্য অফিস আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা: এ এফ এম মশিউর রহমান। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শহীদুল ইসলাম, গণযোগাযোগ ও তথ্য মন্ত্রনালয়ের উপ-পরিচালক ফাহিমা জামান, জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, সহকারি উপ-পরিচালক উজ্জল হোসেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ অনেকে ।
কর্মশালায় জানানো হয়, নয় মাস বয়স থেকে ১৪ বছর বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর বা সমমানের সকল শিক্ষার্থীকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েডের টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে সকল শিশুকে রেজিস্ট্রেশন করতে হবে। আগামী ১২ অক্টোবর থেকে এই ক্যাম্পেইন শুরু হবে। কর্মশালায় টাইফয়েডের কারেন শিশুদের শরীলে কেমন প্রভার পড়ে এবং কি পরিমাণ শিশু বছরের টাইফয়েডে আক্রান্ত হয় তার পরিসংখ্যান তুলে ধরা হয়। প্রতিবছর প্রায় আট হাজারের বেশি শিশু টাইফয়েডে আক্রান্ত হয়ে মারাযায়।