সিরাজগঞ্জ সংবাদদাতা : পুলিশ ৪৩ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ১টি পিকআপসহ ৩ জন মাদক কারবারিকে আটক করে।
গত শনিবার (৬ ডিসেম্বর) বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ভোর অনুমান ০৫.২০ ঘটিকার সময় সিরাজগঞ্জ সদর থানাধীন কড্ডার মোড়ে পাকা রাস্তার উপর একটি পিকআপ মাদকদ্রব্য নিয়ে বিক্রির জন্য অবস্থান করছে। চৌকস টিম কড্ডার মোড়ে জনৈক হেলালের চা স্টলের সামনে পাকা রাস্তার উপর একটি পিকআপ যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১২-৬৩৩৪ কে তল্লাশি করার জন্য চ্যালেঞ্জ করলে পিকআপটি পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত বেগে পালানোর চেষ্টা করলে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের চৌকস টিমের অফিসার ফোর্সের সহায়তায় পিকআপটি আটক করতে সক্ষম হয়। পিকআপে থাকা মাদক কারবারি ড্রাইভারসহ ০৩ জন যথাক্রমে ড্রাইভার মোঃ মাসুদ রানা(২৭), পিতা- মোঃ নুর হোসেন, সাং-নয়াবাড়ি, হেলপার মোঃ মামুন মিয়া(২৬), পিতা-মৃত নইম উদ্দিন, সাং-বানিয়াটারী, উভয়ের থানা-ভুরুঙ্গামাড়ী, জেলা-কুড়িগ্রাম ও মাদকদ্রব্য গাঁজার মালিক মোঃ রেজাউল করিম (৪০), পিতা-সমশের আলী, সাং-চন্দনগাতী মৌলভীপাড়া, থানা-বেলকুচি, জেলা-সিরাজগঞ্জ আটকপূর্বক উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করে পিকআপ হতে মোট ৮ (আট) পোটলা শুকনা মাদকদ্রব্য গাঁজা সর্বমোট ওজন ৪৩ কেজি শুকনা মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক পিকআপসহ জব্দ তালিকামূলে জব্দ করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন।