চট্টগ্রামের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জের সিদ্দিক টাওয়ার সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনায় ইন্টারনেট ক্যাবল পুড়ে গেছে। এতে ইউনিয়ন ব্যাংকের খাতুনগঞ্জ শাখাসহ আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে ইন্টারনেট সেবায় বিঘœ ঘটে এবং ব্যাংকটির লেনদেন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকে।
এ অগ্নিকা-ের সূত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা গেছে। নিয়ন্ত্রণকক্ষের অপারেটর মো. মেহেদি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে এবং অগ্নিকা-টি ছোট পরিসরে হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
তবে আগুনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে থাকা ইন্টারনেট ক্যাবল পুড়ে যাওয়ায় সিদ্দিক টাওয়ারের ব্যবসাপ্রতিষ্ঠান এবং ইউনিয়ন ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ইন্টারনেট সংযোগ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিচ্ছিন্ন থাকে।
এ প্রসঙ্গে ইউনিয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. রেজাউল করিম বলেন, “ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় আমরা শাখা থেকে গ্রাহকসেবা দিতে ব্যর্থ হই। জরুরি কার্যক্রম লালদীঘি শাখা থেকে সম্পন্ন করা হয়েছে।