ফেনী সংবাদদাতা : ফিলিস্তিনে ইহুদীদের বর্বরতার প্রতিবাদে গত সোমবার সকালে ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে লাখো মানুষের এক বিশাল গণজমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী, বিএনপি, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস, খেলাফত আন্দোলন সহ ২০টি রাজনৈতিক দলের সমন্বয়ে অনুষ্ঠিত উক্ত সমাবেশে দল গুলোর জেলা উপজেলা নেতৃবৃন্দ, তাদের নেতাকর্মী সমর্থক সহ সর্বস্তরের বিক্ষুব্ধ সাধারণ মানুষের উপস্থিতিতে সকল দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা ফিলিস্তিনীদের সমর্থনে ও ইসরাইল ও ইহুদীদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান সহকারে শান্তিপূর্ণভাবে মিছিল করেন। মিছিল চলাকালে সারা শহর মানুষে মানুষে সয়লাভ হয়ে যায়।

বেলকুচি সিরাজগঞ্জ : ফিলিস্তিনের গাজায় জনগণের উপর দখলদার ইসরাইলের নির্বিচারে হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামী। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বেলকুচির ঐতিহ্যবাহী বাহেলা আমান জামে মসজিদ গেট থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি বের হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেলর নেতৃত্বে অনুষ্ঠিত গণমিছিলটিতে প্রায় তিন হাজার সকল শ্রেণি ও পেশার মানুষ অংশ নেয়। মিছিলে সকল শ্রেণী পেশার লোক ফ্রি গাজা, ফ্রি প্যালেস্টাইন, ঝঃড়ঢ় এবহড়পরফব, ইসরাইলের পণ্য বয়কটের ডাকসহ নানা ধরনের প্লেকার্ড, ফেস্টুন, ফিলিস্তিনের পতাকা ও বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, এবং মিছিলটি সিরাজগঞ্জ ও এনায়েতপুরের সড়ক ধরে বেলকুচির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি থানার সামনে থেকে আবারও বাহেলা আমান জামে মসজিদ গেটে ফিরে আসে।

এ সময়, মিছিলে আরো অংশ নেন, বেলকুচি উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নুরুন্নবী সরকার, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশীদ শামীম, বেলকুচি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: জাহাঙ্গীর আলম, বেলকুচি উপজেলা শিবিরের সভাপতি ইউসুফ আলী, উপজেলা শিবিরের সেক্রেটারি আরিয়ান ইসমাইলসহ বেলকুচি বিভিন্ন যায়গা থেকে আসা জামায়াত শিবিরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী, পেশার মানুষ।

সরিষাবাড়ী (জামালপুর) : ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরাইলে বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া এলাকায় বৃহত্তর চর এলাকা কাজিপুর ও সরিষাবাড়ী উপজেলার তাওহীদি জনতার আয়োজনে সরিষাবাড়ী-কাজিপুর প্রধান সড়কে ঘন্টাব্যাপি এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আব্দুল লতিফ সরকার এর সভাপতিত্বে ও মাওলানা সোহাইল হোসেন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, রোবায়েত হোসেন বিপুল মাস্টার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাসুদ রানা দুলাল, সেক্রেটারি মনির উদ্দিন, পোগলদিঘা ইউনিয়ন আমীর সুরুজ্জামান, সেক্রেটারি আনোয়ার হোসেন, মালিপাড়া নাজিম উদ্দিন নুরাণী ও হাফিজিয়া মাদরাসার পরিচালক মাওলানা সাদিকুল ইসলাম, হাফেজ মো: রফিকুল ইসলাম, মাওলানা আল আমিন হোসেন, প্রমুখ।

নেত্রকোনা : ফিলিস্তিনে মুসলিম ইসরাইলী বর্বরোচিত গণহত্যা বন্ধ ও ইসরাইলী পণ্য দেশে আমদানি বন্ধের দাবিতে বুধবার দুপুর ২ টায় নেত্রকোনা বড়বাজার শাহী মসজিদ চত্বর থেকে গণসমাবেশ ও বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।

গণসমাবেশ শেষে বিশাল একটি মিছিল জেলা শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে হয়ে বড় বাজার শাহী মসজিদের সামনে এসে দোয়ার মাধ্যমে সমাপ্তি হয়। এ সময় ফিলিস্তিনে নিরীহ মুসলমান হত্যা বন্ধের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, মাওলানা দিলোয়ার হোসাইন, মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী, মোহাম্মদ দিদার লস্কর, মেহরুল আলম রাজু, মনির চেয়ারম্যান, চঞ্চল চৌধুরী, মাওলানা আবুল কাসেম, মাওলানা আবু সায়েম খান, মুফতি তরিকুল ইসলাম, মুফতি মুসা, মুহাম্মাদ শরীফুল ইসলাম, মুহাম্মাদ বীন ইয়ামিন, মাওলানা আব্দুল মোতালিব খান প্রমুখ।

সমাবেশ শুরু হওয়ার আগে শুরু হওয়ার আগে জেলা শহরের বিপণি বিতান ও মার্কেটগুলো ব্যবসায়ীরা সেচ্চায় ইসরাইলী পণ্য বয়কটের আহ্বান জানিয়ে ২ ঘন্টা দোকানপাট বন্ধ রাখেন। মিছিলে সাধারণ ধর্মপ্রাণ মুসল্লী ছাড়াও বিএনপি, হেফাজত, খেলাফত আন্দোলন, জমিয়ত, মজলিস, ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোলা : ফিলিস্তিনী মুসলমানদের উপর বর্বর ইসরাইলী দখলদারদের হামলা, নির্যাতন, ও নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে “প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ভোলা”।

সম্পতি বুধবার ভোলা-হাটখোলা মসজিদ চত্বরে ভোলার সকল রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক, ও সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত এই কর্মসূচিতে লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে এ সমাবেশ জনসমুদ্রে রূপ নেয় ।

ইসরাইলী পণ্য বয়কট, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে ফিলিস্তিনী মুসলমানদের সহযোগিতা, খাদ্য, পানি সরবরাহ ও বাংলাদেশের মুসলমানদেরকে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের সুযোগ করে দেয়ার দাবি জানিয়েছেন, বক্তারা বলেন বর্বর ইসরাইল বর্তমান আধুনিক সভ্য সমাজের জন্য বিষফোঁড়া, আধুনিক বিশ্ব শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সভ্য সমাজের বিষফোঁড়া ইসরাইলকে উপড়ে ফেলাতে জাতিসংঘ ও আরব লীগের ভূমিকা পালন করা উচিত। মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভোলা জেলা আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক অধ্যক্ষ নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা সদর উপজেলা আমীর মাওলানা কামাল হোসাইন, জেলা বিজেপি’র সভাপতি আমীরুল ইসলাম রতন, জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, জমিয়তুল মোদারেসিনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব উপাধ্যক্ষ মোবাশ্বিরুল হক নাঈম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, জমিয়তুল মোদারিসীনের জেলা সভাপতি আহমদ উল্লাহ আনসারী, বাংলাদেশ জাতীয় ইমামতি নীতির ভোলা জেলা সভাপতি মাওলানা মিরবেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্বাস উদ্দিন, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি তরিকুল ইসলাম তারেক, হেফাজত ইসলামের সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলানা মিজানুর রহমানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে লক্ষ জনতা ইসরাইলী পণ্য বেচাকেনা বন্ধ বন্ধ, ইসরাইলের বিপক্ষে বিভিন্ন স্লোগানে স্লোগানে ভোলা শহর প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি হাটখোলা জামে মসজিদ চত্বরে এসে সমাপ্ত হয়।