মোংলা সংবাদদাতা : বাংলাদেশের সমুদ্রসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে মোংলায় আটক ১৪ জন ভারতীয় জেলেকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। সম্প্রতি বাগেরহাট আমলি আদালত-০৬ এর বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

আটক জেলেদের পরিচয় নিশ্চিত করেছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান। তিনি জানান, জেলেরা হলেন বিশ্বনাথ দাশ (৪১), অনিবেশ দাশ (২৯), গোবিন্দ দাশ (৫০), মোহন কৃষ্ণ (৪৩), আশন্ত দে (৪৫), মানিক জানা (২৯), রাম দুলাল দাশ (৫২), শংকর দাশ (৩৭), রাজিব দাশ (৩৬), লিটন দাশ (৩৫), অভিরাম দাশ (২৬), বাদল রাজপুত্র (৫২), স্বদেশ চন্দ্র দাশ (৪৮) ও নকুল দাশ (৫৮)। এদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চব্বিশ পরগনা ও পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায়।

ওসি আনিসুর রহমান আরও জানান, গত শনিবার (২ আগস্ট) রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়ে বাংলাদেশ নৌবাহিনী ‘এফবি পারমিতা’ নামের একটি ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করে। তারা বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারে লিপ্ত ছিল।

পরে রবিবার দিবাগত রাত ৩টার দিকে নৌবাহিনী আটককৃতদের মোংলা থানায় হস্তান্তর করে। একই রাতে নৌবাহিনীর পক্ষ থেকে বাদী হয়ে মোংলা থানায় ‘সামুদ্রিক মৎস্য আহরণ আইন, ২০২০’-এর ২৫(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়।