বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সাবেক অফিস সম্পাদক আবু বকর ছিদ্দিক ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শুক্রবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুনিয়ার সফর শেষ করেছেন তিনি। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক প্যারেড মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। এ সময় স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম আবু বকর ছিদ্দিকের ইন্তিকালে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান শাহজাহান চৌধুরী ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।