সিরাজগঞ্জে হাত-পা বাধা অবস্থায় ধানক্ষেতে মেলা সেই নিহত ব্যক্তির হত্যার রহস্য উদঘাটন করেছে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টগেশন (পিবিআই)। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পিবিআই পুলিশ সুপার এম এন মোর্শেদ বিস্তারিত বর্ণনা দিয়ে জানান যে, এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, গত ২৪ ফেব্রুয়ারি জেলার রায়গঞ্জের নিঝুড়ি গ্রামের একটি ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ উদ্ধার করে রায়গঞ্জ থানা পুলিশ। পরের দিন ভিকটিমের ভাই আসাদুজ্জামান রঞ্জু বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে স্বপ্রনোদিত হয়ে মামলার তদন্তভার গ্রহণ করে পিবিআই। এতে জানা যায়, নিহতের নাম কামাল হোসেন চঞ্চল। বরিশালের গৌরনদীতে তার স্থায়ী নিবাস হলেও তিনি পরিবার নিয়ে ঢাকাতেই থাকতেন।
পুলিশ সুপার বলেন, নিহতের ঢাকাতে মোবাইল এক্সসোরিজ ব্যবসার সাথে আদম ব্যবসা ছিল। তারই দোকানের কর্মচারী করিমের মাধ্যমে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার বেশ কয়েকজন যুবকের কাছ থেকে ইতালি পাঠানোর কথা বলে মোটা অংকের টাকা গ্রহন করেন তিনি।
কিন্ত টাকা নেওয়ার পরে দীর্ঘদিন যাবৎ এই যুবকদের ইতালি পাঠাতে ব্যর্থ হয়। এদিকে যুবকদের টাকাও দেয়না। এতে ক্ষুব্ধ হয়ে হয়রানীর শিকার যুবকেরা গত ২৩ ফেব্রয়ারি কামাল হোসেনকে ধানমন্ডি থেকে মাইক্রোবাসে করে অপহরণ করে হত্যার পরে লাশ ওখানে ফেলে রেখে যায়। এঘটনায় কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গমারী এলাকার রাসেল হোসাইন (২৫), নাসিদুর জামান নসিব (২৩) ও কফিলুর রহমান (২৩) কে গ্রেপ্তার করা হলে তারা আদালতে এই হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। হত্যায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। সংবাদ সম্মেলনে পিবিআই এর অন্যান্য কর্মকর্তা ও সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।