বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় প্রেসক্লাব পাবনা এক দোয়া মাহফিলের আয়োজন করে। বৃহস্পতিবার বাদ যোহর প্রেসক্লাব পাবনার মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব পাবনার সভাপতি ইঞ্জিঃ সোহেল রানা বিপ্লবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জুর সঞ্চালনায় দোয়া মাহফিলে দৈনিক খবর বাংলাদেশের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মোমিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিতির মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পাবনা জেলা ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম বকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আব্দুল মান্নান সর্দার, পাবনা সদর উপজেলার আহ্বায়ক আতিয়ার রহমান সাচ্চু, এবং বীর মুক্তিযোদ্ধা হাসিনুর রহমান সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ। সভাপতির বক্তব্যে ইঞ্জিঃ সোহেল রানা বিপ্লব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দেশের উন্নয়নে তার অবদান স্মরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলেই সাবেক এই প্রধানমন্ত্রীর আশু রোগমুক্তি কামনা করে গভীর শ্রদ্ধা ও সহানুভূতি প্রকাশ করেন। পরিশেষে, মুক্তিযোদ্ধা মার্কেটের মাওলানা আবু বক্কার সিদ্দিকী দোয়া পরিচালনা করেন। তিনি দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি এবং বিশেষভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন। দোয়া মাহফিলে পাবনা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।