কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি পাঁচ কোটি টাকার অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লেসহ মিনি কাভার্ডভ্যান আটক করেছে।
৪ সেপ্টেম্বর বিকালে জেলার আদর্শ সদর উপজেলা কটক বাজার সীমান্ত এলাকা থেকে অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে । এরই ধারাবাহিকতায় ৪ সেপ্টেম্বর বিকাল পাঁচটায় জেলার আদর্শ সদর উপজেলার আওতাধীন বিবিরবাজার বিওপি’র কটকবাজার পোস্ট সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে সীমান্তের ৭ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে আদর্শ সদর উপজেলা আমড়াতলী ইউনিয়ন পালপাড়া নামক স্থানে বিজিবি টহল দল কর্তৃক মালিকবিহীন অবস্থায় ১৩ হাজার ৫২৭ পিস অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে এবং ১টি মিনি কাভার্ডভ্যান আটক করা হয়। আটক এসব পণ্যের মূল্য ৪ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকা।
বিজেপি জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কুমিল্লা কাস্টমসে জমা করা হবে।