কুষ্টিয়া সংবাদদাতা : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে শহরের মজমপুর গেট এলাকায় এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
‘কুষ্টিয়ার জনসাধারণ’-এর ব্যানারে দুপুর আড়াইটার দিকে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে এসে জড়ো হয়। সেখানে ছাত্র-জনতা মহাসড়কে বসে অবস্থান নিলে কুষ্টিয়া-ঝিনাইদহ ও ঈশ্বরদী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সময় বিক্ষোভকারীরা ভারত ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন শ্লোগান দেন এবং হাদী হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আন্দোলনকারীরা জানান, হাদী হত্যার বিচারের বিষয়ে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের মাধ্যমে তাদের আশ্বস্থ করবেন, ততক্ষণ পর্যন্ত এ কর্মসূচি চলবে।
বিক্ষোভকারীদের অবরোধ কর্মসূচি চলাকালে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুই ঘণ্টাব্যাপি বিক্ষোভ শেষে কর্মসূচি প্রত্যাহার করলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।