পাটকেলঘাটা (সাতক্ষীরা) সংবাদদাতা : পাটকেলঘাটার বড়বিলা প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল নির্বাচনী সমাবেশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পাটকেলঘাটা যুব জামায়াতের আয়োজনে এবং সরুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

সমাবেশে উপস্থিত হাজারো মানুষের উৎসাহ ও সমর্থনে কৃতজ্ঞতা জানিয়ে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, “আমি জনগণের প্রার্থী, ক্ষমতার প্রার্থী নই। আমি নির্বাচিত হলে অবৈধভাবে একটি টাকাও আমার পকেটে ঢুকবে না। জনগণের করের টাকা জনগণের উন্নয়নে ব্যয় হবে।” তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে তালা-কলারোয়ার সামগ্রিক অগ্রযাত্রায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সব ধর্ম-বর্ণের মানুষের প্রতি সমান সহমর্মিতা প্রকাশ করে তিনি আরো বলেন, “হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলিম সবাই আমার ভাই। দলমত নির্বিশেষে সকলকে নিয়ে তালা-কলারোয়াকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত শান্তির জনপদে গড়ে তুলতে চাই।”

যুব সমাজকে দেশের শক্তি উল্লেখ করে তিনি সুশিক্ষা, নৈতিকতা ও কর্মসংস্থানের প্রতি গুরুত্ব দেয়ার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াত সেক্রেটারি সহকারী অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস আলী, উপজেলা সূরা সদস্য মাওলানা রেজাউল করিম, সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট বাশারাতুল্লাহ আওরোঙ্গী বাবলা প্রমুখ। বক্তারা শান্তিপূর্ণ, নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পাটকেলঘাটা ওয়ার্ড সভাপতি মীর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সৎ, স্বচ্ছ ও শান্তিময় রাজনীতির প্রতিশ্রুতি জনতার মাঝে নতুন আশার সঞ্চার করেছে। উৎসাহ ও উচ্ছ্বাসে সমাবেশটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।