সাদুল্লাপুর সংবাদদাতা : গাইবান্ধা-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা নজরুল ইসলাম লেবুর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন দলটির নেতাকর্মী ও স্থানীয়রা। সম্প্রতি খোর্দ্দকোমরপুর মাঠ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী খোর্দ্দকোমরপুর ইউনিয়ন সভাপতি আব্দুল আজিজ, যুববিভাগের সভাপতি সামিউল্লাহ সলিলের নেতৃত্বে মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক ঘুরে ঝাউলার বাজার এসে শেষ হয়।
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা নজরুল ইসলাম লেবু বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারির দায়িত্বে রয়েছেন।