জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের শুক্রবার বিকেলে চৌদ্দগ্রামে আগমন ও পথসভা উপলক্ষে স্বাগত মিছিল করেছে উপজেলা জামায়াত। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াত আমীর মাহফুজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের পৌর আমীর মাওলানা মু. ইবরাহিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি আবদুর রহিম, পৌর নায়েবে আমীর কাজী মোঃ এয়াছিন, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, উপজেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াত আমীর মাহফুজুর রহমান বলেন, শুক্রবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের পথসভা জনসভায় রূপান্তরিত হবে। চৌদ্দগ্রামের মানুষকে দাওয়াত দেয়ার উদ্দেশ্যেই স্বাগত মিছিল করা হয়েছে।