চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লা-৭ চান্দিনা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও চান্দিনা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোশাররফ হোসেন গণসংযোগ করেছেন।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে চান্দিনা পৌর সদরের মহারং সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন মসজিদ থেকে শুরু করে মহারং পশ্চিম পাড়া ও বেলাশ্বর পূর্ব পাড়া হয়ে চান্দিনা মোকামবাড়ি এলাকা পর্যন্ত গণসংযোগ করেন তিনি।
গণসংযোগ কালে মাওলানা মোশাররফ হোসেন এলাকাবাসীর নিকট আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট ও সমর্থন আশা করেন।
এসময় উপস্থিত ছিলেন চান্দিনা পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম, পৌর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি হাবিবুল্লাহ বাহার, যুব বিভাগের সভাপতি আবু হানিফ, ৫ নং ওয়ার্ডের আমীর মাওলানা আব্দুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।