মৌলভীবাজার সংবাদদাতা: ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার সরকারি কলেজ শাখা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করেছে মৌলভীবাজার সরকারি কলেজে । সোমবার কলেজের শহীদ জিয়া অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি সুমন আহমদের সঞ্চালনায় ও সভাপতি আরাফাত আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি তারেক মনোয়ার, শহর সভাপতি তারেক আজিজ, জেলা সভাপতি ফরিদ উদ্দিন ও শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কলেজের নতুন বর্ষের শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করা হয়। এতে অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা, নৈতিকতা ও উন্নত জীবন গঠনের বিভিন্ন দিক নিয়ে এক অনুপ্রেরণামূলক আলোচনা করা হয়। অনুষ্ঠানে মৌসাসের শিল্পীরা সঙ্গীত ও নাটিকা পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষের দিকে আগত নবীন শিক্ষার্থীদের গিফট বক্স প্রদান করেন অতিথিরা।