পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরাধী মামলার রায়ের তারিখ নির্ধারনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সকাল ৬টার দিকে দুষ্কৃতিকারীরা ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিল করে। এসময় তারা একটি ট্রাকে অগ্নিসংযোগ ও পুলিশের একটি গাড়ীর উপর ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় পদ্মা সেতুতে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। এরপর বিকেল ৩টার দিকে ঢাকা রেঞ্জের ডিআইজি অর্থ ও প্রশাসন মো: আব্দুল মাবুদ ও শরীয়তপুরের পুলিশ সুপার মো: নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে ও লাঠিসোঠা ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিলকারীরা এসময় একটি চিনি বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে তারা পালিয়ে যাওয়ার সময় পুলিশের একটি গাড়িতে ককটেল বিষ্ফোরণ ঘটায়। এতে গাড়ির সামনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। নাশকতার এ ঘটনায় পদ্মা সেতুতে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পরে আবার ধীরে ধীরে স্বাভাবিক হয়। আতংক ছড়াতে ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেইজে আপলোড করা ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, শতাধিক লোক হাতে লাঠিসোঁটা নিয়ে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় মিছিল করে বিভিন্ন স্লোগান দেয়। এদিকে বেলা ১১টার দিকে নাশকতা প্রতিরোধে জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো: আব্দুস সালাম, সিরাজুল হক মোল্লা ও যুগ্ম সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে শতাধিক মোটর সাইকেল বহর নিয়ে জেলা সদরের বিভিন্ন সড়কে মিছিল করে। এছাড়াও জেলা জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ তাদের সমমনা দলগুলো মোটর সাইকেল বহর নিয়ে প্রতিবাদ মিছিল করে। পুলিশ সুপার মো: নজরুল ইসলাম বলেন, নাশকতা এড়াতে পুলিশ আগে থেকেই প্রস্তুত ছিল। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুষ্কৃতিকারীরা সকাল ৬টার দিকে ঝটিকা মিছিল করে আতংক সৃষ্টির চেষ্টা করে দ্রুত পালিয়ে যায়।