ঢাকা মহানগরী উত্তরের নতুন অফিস আগামী প্রজন্মের ইসলামী আন্দোলনের প্রাণকেন্দ্র ও সুতিকাগারে পরিণত হবে বলে উচ্ছসিত আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

গত সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারাস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের নতুন প্রধান কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লা, ডা.ফখরুদ্দিন মানিক ও ইয়াছিন আরাফাত, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ।

ডা. শফিকুর রহমান বলেন, ঢাকা মহানগরী বিভক্তির পর ২০১৭ সাল থেকে মহানগরী উত্তর জামায়াত ঠিকানাহীন ছিলো। কিন্তু বারীধারায় নতুন অফিস প্রতিষ্ঠার মাধ্যমে সে শূণ্যতা পুরুণ হলো। মূলত, মহানগরী উত্তর জামায়াতের এ নতুন কার্যালয় শুধুমাত্র সংগঠনের জন্য নয় বরং পুরো মহানগরীর মানুষের জন্য রহমত ও বারাকাহ যরিয়া হবে-ইনশাআল্লাহ। তিনি নতুন অফিসকে প্রেরণার উৎস হিসাবে বিবেচনায় নিয়ে আগামী দিনের ময়দানে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে প্রস্তুত থাকার আহবান জানান।

তিনি বলেন, আসন্ন নির্বাচন দেশ ও জাতির জন্য একটি টার্নিং পয়েন্ট। দীর্ঘদিন চাষাবাদের পর ফসল ঘরে তোলার সময়। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের পক্ষে সময় নষ্ট করার কোন সুযোগ নেই বরং সর্বোচ্চ কোরবানীর মাধ্যমে দ্বীন বিজয়ের প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এ বিষয়ে দেশে যেন গণজোয়ারের আভাস পাওয়া যাচ্ছে, ঠিক তেমনিভাবে প্রবাসী ভাই-বোনদের মধ্যে দেখা যাচ্ছে নতুন উচ্ছাস। তারা প্রত্যাশার চেয়েও বেশিকিছু করতে প্রস্তুত রয়েছেন। তাই দেশে ইসলামী আন্দোলনের জন্য যেমন নতুন আশাবাদের সৃষ্টি হয়েছে, ঠিক তেমনিভাবে চ্যালেঞ্জও কম নয়। তাই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অতি সন্তর্পনেই অগ্রসর হতে হবে। তিনি আগামী নির্বাচনে সারাদেশে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে সকলকে ময়দানে সর্বশক্তি নিয়োগ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আমরা এতোদিন ঠিকানাহীন থাকলেও এখন সে সমস্যা কেটে গেছে। তাই এ ঠিকানাকে ভিত্তি ধরেই ঢাকা মহানগরী উত্তর জামায়াতকে ইসলামী আন্দোলনের জন্য দুর্জেয় দুর্গে পরিণত করতে হবে। অফিস নিয়ে আত্মতৃপ্তিতে ভোগার কোন সুযোগ নেই বরং দ্বীনের দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে অফিস প্রতিষ্ঠাকে সফল ও স্বার্থক করে তুলতে হবে। তিনি আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে সকলকে ময়দানে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।