গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা : রংপুরের গঙ্গাচড়ায় অক্টোবরের আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অর্ধশত পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। শনিবার (২৯ নভেম্বর) আলমবিদিতর ইউনিয়নের খামার মোহনা এলাকায় এই সহায়তা প্রদান করা হয়।
এর আগে ঘর্নীঝড়ের পরপরই স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ শুকনা খাবার কম্বল সহ মৌলিক প্রয়োজনীয় তৈজসপুত্র নিয়ে হাজির হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান। প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক।
বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী মনোনীত রংপুর -১আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ রায়হান সিরাজী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এনামুল হক বলেন, “ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবন-জীবিকায় গভীর ক্ষত তৈরি করে। এমন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি সচেতন নাগরিকের সামাজিক ও মানবিক দায়িত্ব। সবার সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়েই একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়ে উঠতে পারে। মানুষের কষ্টকে নিজের কষ্ট মনে করেই আজকের এই সহায়তা কর্মসূচি আয়োজন করেছি। সামর্থ্য অনুযায়ী আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই।”