কর্ণফুলী উপজেলায় উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। সম্প্রতি উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাবের আহাম্মদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাঈনুল আহসান ও মো. আতিকুর রহমান, ক্যাশিয়ার বিউটি শর্মা, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো. লোকমান, নুরুল আমিন মিন্টু, মো. বাহার হোসেন খান, জাবেদুল ইসলাম এবং মো. শাহিদুল ইসলাম সাহেদ।

এছাড়া কর্ণফুলী উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বার, ছাত্র প্রতিনিধি মো. আরিফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রথমবারের মতো এ বছর একই দিনে জাতীয় যুব দিবস ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল-“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি”। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষিত যুবক ও যুব মহিলাদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

খুলনা : যুব সমাবেশ, শপথপাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের স্মরণে ফলদ বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সম্প্রতি খুলনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’। দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা সোনাডাঙ্গা যুব ভবনের সম্মেলনকক্ষে শপথপাঠ, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মোস্তাক উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কোঅর্ডিনেটর এইচ এম নুরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন, ছাত্র প্রতিনিধি আল শাহরিয়ার ইসলাম, সাইফ নেওয়াজ প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. পারভেজ মোল্যা। খুলনা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠান শেষে খুলনার দুইটি মেট্রোপলিটন ইউনিট থানা ও জেলার ৯টি উপজেলা কার্যালয়ের মাধ্যমে ৫১ জন যুব পুরুষ ও ৬০ জন যুব মহিলার মাঝে এক কোটি ১২ লাখ ২০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের স্মরণে ৩৬টি ফলদ বৃক্ষরোপণ করা হয়।

পাবনা : জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে পাবনায় আলোচনা সভা, শপথ গ্রহণ এবং যুব ঋণের চেক বিতরণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর পাবনার যৌথ আয়োজনে যুব ভবন হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজিনুর রহমান, এনএসআই উপ-পরিচালক তৌফিক আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান এবং পাবনা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর রেজাউল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার কর্মকার।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অগ্রগতিতে যুবশক্তির অবদান অপরিসীম। বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর; তাই প্রযুক্তিকে কাজে লাগিয়ে যুবসমাজকে দক্ষ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, আরাম-আয়েশে নয়, পরিশ্রমের মাধ্যমেই সফলতা অর্জন সম্ভব। এই সময়ের সঠিক পরিশ্রম একজন তরুণকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারে।

ঝিনাইদহ : ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ শ্লোগানে ঝিনাইদহে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে যুব ভবনের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর ঝিনাইদহ অফিসের উপপরিচালক বিলকিস আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান,বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ কামরুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, পরবিার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোজাম্মেল করিম, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ,ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর,যুব সংগঠক চন্দন বসু মুক্ত,নাসির আল সাদী।

লালমনিরহাট : সম্প্রতি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার প্রফিট ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে জলবায়ু পরিবর্তন মোকাবেলা সচেতনতামূলক বিভিন্ন শিক্ষার্থী ও পরিবারের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন দলগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, পিএফ এর নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ, দলগ্রাম দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক ও দলগ্রাম ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মোঃ নুরুন্নবী প্রধান, কৃষি শিক্ষক মোহাম্মদ রাকিবুল ইসলাম।

উপজেলায় বিভিন্ন এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায়, বৃক্ষরোপনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ক্যাম্পেইন আয়োজন করা হয় ।